৫০-এ মা হচ্ছেন তাঁর মা? শুনেই মাথা গরম আয়ুষ্মান খুরানার।
নজরবন্দি
ব্যুরোঃ ৫০-এ মা
হচ্ছেন
? এদিকে
বাড়িতে
দুটো
বড়
বড়
ছেলে।বেশি
বয়সে
মা
বা
বাবা
হওয়ায়
আশপাশে
ঘটে
যাওয়া
ঘটনায়
অনেককেই
নানাভাবে
হেনস্থা
হতে
হয়।
এবার সেই বিষয়টিকেই ছবিতে তুলে ধরছেন পরিচালক অমিত শর্মা। ছবির নায়ক আয়ুষ্মান
খুরানা, আর এবার তিনি পাশে
পেয়েছেন "দঙ্গল গার্ল"-এর অন্যতম অভিনেত্রী সানিয়া মালহোত্রাকে। এছাড়াও অভিনয় করছেন গজরাজ রাও, নীনা গুপ্ত ও সুরেখা সিক্রি সহ আরও অনেকে।ছবির
গল্পে
একটি
ছেলে
জানতে
পারে
যে
তার
মা
অন্তঃসত্ত্বা।
এরপরই
তাকে
ও
তার
পরিবারকে
নানারকম
ঘটনার
সম্মুখীন
হতে
হয়।
১৯
অক্টোবর
ছবিটি
মুক্তি
পাবে।

No comments