এবার প্রোডিউসার সুজয় কুট্টিকে সরিয়ে দেওয়া হল ছবি মণিকর্ণিকা থেকে।
নজরবন্দি
ব্যুরোঃ মণিকর্ণিকা
নিয়ে
বিতর্ক
চলেই
যাচ্ছে। কঙ্গনা রানাওয়াত অভিনীত এই সিনেমা একের পর এক সমস্যায় জড়িয়ে পড়ছে। কয়েকদিন
আগেই
এই
ছবির
ডিরেক্টর
কৃশ
কোনও
এক
দক্ষিণী
ছবির
কাজে
ব্যস্ত
হয়ে
পরিচালনা
থেকে
সরে
দাঁড়িয়েছিলেন।
সেই দায়িত্ব তুলে নিয়েছিলেন কঙ্গনা নিজেই। তারপর
অভিনেতা
সোনু
সুদ
ও স্বাতী
সেমওয়াল
ছেড়ে
দিলেন
ছবি। আর এবার ছবির
প্রোডিউসার
সুজয়
কুট্টিকে
সরিয়ে
দেওয়া
হয়েছে। ছবির বাড়তে থাকা বাজেটই এর জন্য দায়ি। ছবিতে
কিছু
না
কিছু
পরিবর্তন
হয়েই
যাচ্ছে। বাড়ছে শুটিংয়ের সময়সীমা। তবে
এই
বিষয়ে
কঙ্গনা
জানান
যে,
সুজয়
কুট্টি
নাকি
কয়েক
মাস
আগেই
প্রোজেক্টটা
ছেড়ে
দিয়েছেন। মণিকর্ণিকা এখন জ়ি নেটওয়ার্কের প্রোজেক্ট

No comments