টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করলেন শ্যুটার অঞ্জুম মুদগিল ও অপূর্বী চান্ডেলা।
নজরবন্দি ব্যুরোঃ ২০২০ টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করলেন ভারতের দুই শ্যুটার অঞ্জুম মুদগিল ও অপূর্বী চান্ডেলা।
সোমবার দক্ষিণ কোরিয়ার ছাঙ্গওয়ানে বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে রুপো জেতেন অঞ্জুম। ২৪ বছরের অঞ্জুমের পয়েন্ট ২৪৮.৪। ফাইনালে অপূর্বী হয়েছেন চতুর্থ। তাঁর পয়েন্ট ২০৭। বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরমেন্সের জোরেই টোকিও অলিম্পিকের ছাড়পত্র পেয়ে গেলেন তাঁরা।

No comments