হরিদেবপুর কাণ্ডে ১৪টি প্লাস্টিক প্যাকেটে মিলেছে ডায়াপার এবং চিকিৎসা বর্জ্য।
নজরবন্দি ব্যুরোঃ হরিদেবপুরের জংলা জমি থেকে রবিবার উদ্ধার-হওয়া ১৪টি প্লাস্টিক মোড়া প্যাকেটে মিলেছে ডায়াপার এবং কিছু চিকিত্সাবর্জ্য।
সোমবার কলকাতা পুলিসের উপ নগরপাল (দক্ষিণ-পশ্চিম) নীলাঞ্জন বিশ্বাস বলেন, 'ফরেনসিক পরীক্ষার রিপোর্ট পেলেই গোটা বিষয়টি সম্পর্কে আরও স্পষ্ট হওয়া যাবে। ফরেনসিক সে কাজ শুরু করেছে। তবে চিকিত্সকরা জানিয়েছেন, ডায়াপার এবং কিছু মেডিক্যাল বর্জ্য প্লাস্টিকে মোড়া অবস্থায় ফেলা হয়েছিল। কী কী ফেলা হয়েছিল, তা জানতেই আমরা ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় আছি।' রবিবার রাতে এম আর বাঙ্গুর হাসপাতালে চিকিত্সকরা প্যাকেটগুলি খুলে পরীক্ষা করেন। পুলিসকে তাঁরাই জানান, প্যাকেটে রয়েছে ডায়াপার। তাছাড়া জড়ানো অবস্থায় ছিল হাসপাতাল বা নার্সিংহোমে অস্ত্রোপচারের পর বাদ দেওয়া কিছু চিকিত্সা বর্জ্য। তবে প্যাকেটের মধ্যে আরও কিছু মুড়ে ফেলা হয়েছিল কি না, তা জানার জন্য সমস্ত প্যাকেটই পাঠানো হয়েছে ফরেনসিক ল্যাবে।

No comments