Header Ads

লোকসভার আগেই শুরু হবে রাম মন্দির তৈরির কাজ: রাম বিলাস বেদান্তি




নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের আগেই আবার রামমন্দির বিতর্ক। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে সব সমস্যার সমাধান করে ফেলেছে বিজেপি। ২০১৯ লোকসভা নির্বাচনের আগেই রাম মন্দির তৈরির কাজ শুরু হয়ে যাবে। এই কথা সরাসরি জানালেন প্রাক্তন বিজেপি সাংসদ রাম বিলাস বেদান্তি। আর তাঁর এমন মন্তব্যে ফের বিতর্ক তৈরি গোটা দেশ জুড়ে।

কিছু দিন আগেই রাম মন্দির নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন যোগীর মন্ত্রীসভার মন্ত্রী মুকুট বিহারি বর্মা। বলেছিলেন, অযোধ্যায় রাম মন্দির হবেই। কারণ হিসাবে তিনি বলেন, দেশের বিচার ব্যবস্থা তাঁদের হাতেই।
এবার প্রাক্তন বিজেপি সাংসদের কথায় নতুন করে বিপাকে মোদী সরকার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাম বিলাস বেদান্তি বলেন, “এবারের লোকসভা নির্বাচনের আগে চলতি বছরই অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ শুরু হয়ে যাবে। আর মসজিদ নির্মাণ করা হবে লখনউয়ে। হিন্দু ও মুসলিমরা হাতে হাত মিলিয়ে এ কাজে অংশ নেবে।”

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.