Header Ads

কোলকাতার পর এবার আগুন দিল্লীর উদ্যোগ নগরে ! ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এখন।


নজরবন্দি ব্যুরোঃ পরপর দেশের দুটি শহরে আগুন।কলকাতার বাগরি মার্কেটে একটি বিল্ডিংয়ে আগুন লাগার পর এবার আগুন লাগলো দিল্লীর উদ্যোগ নগর এলাকায় একটি বিল্ডিংয়ে 
দমকলের ৩০টি ইঞ্জিন কাজ করছে সেখানেও। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি আপাতত কারও প্রাণহানির খবর সামনে আসেনি তবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নিদিল্লির উদ্যোগ নগর এলাকা বাণিজ্য অঞ্চল হিসাবে পরিচিত বিল্ডিংটির একেবারে উপরের দুটি ফ্লোরে আগুন লেগে তা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে বলে খবর

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.