Header Ads

বাগরি মার্কেট আগুনের জেরে নিয়ন্ত্রিত যান চলাচল। দেখে নিন এক নজরে.


নজরবন্দি ব্যুরোঃ পুজর আগে ফের একবার মধ্য কলকাতায় আগুন বাগরি মার্কেট এলাকায় একটি বিল্ডিংয়ে আগুন লাগে রাত আড়াইয়ে নাগাদ 
৩০টি দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা চলছে কেউ হতাহত হননি বলে খবর তবে কত ক্ষয়ক্ষতি হয়েছে তা বলা কঠিন আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি এদিন আগুন লাগার জেরে ক্যানিং স্ট্রিট, জাকারিয়া স্ট্রিট, রবীন্দ্র সরণী সহ ধর্মতলা চত্বরে রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে 


এই রাস্তায় যাতায়াত করা যাচ্ছে না শুধু স্ট্র্যান্ডরোড দিয়ে যান চলাচল করানো হচ্ছে দুদিকেই যাতায়াত করছে গাড়ি যে সমস্ত বাস হাওড়া যাবে সেগুলিকে ইডেন গার্ডেন্সের পাশ দিয়ে বাবুঘাট দিয়ে স্ট্র্যান্ড রোডে ফেলা হচ্ছে। যার ফলে সবমিলিয়ে এলাকায় তীব্র যানযটের জেরে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হাওড়া যাওয়ার বা আসার রাস্তাগুলিতে ব্যাপক যানজট শুরু হয়ে গিয়েছে

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.