বৈশাখীকে সরিয়ে কি ভুল করলেন তৃণমূল নেতৃত্ব? মেয়র কি সিদ্ধান্ত নেবেন?
নজরবন্দি ব্যুরো: কিছুদিন আগে কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় জানিয়ে ছিলেন তাঁরি ঘনিষ্ঠ বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে তিনি ছাড়তে পারবেন না। প্রয়োজনে তিনি দল ছাড়তে প্রস্তুত।
এবার ওয়েবকুপার নতুন কমিটিতে রাখা হবে না তাঁরি ঘনিষ্ঠ বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে, তা প্রায় সিদ্ধান্ত পাকা। তৃণমূল কংগ্রেস সূত্রে যা খবর, কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের নিয়ে তৈরি ওই সংগঠনের কমিটিতে থাকছেন না বৈশাখী।
উল্লেখ্য, গত ৬ বছর ধরে চলা অস্থায়ী কমিটিকে আগেই ভেঙে দিয়েছিলেন ওয়েবকুপার সভাপতি কৃষ্ণকলি বসু। জানা গিয়েছে, পুরনো কমিটিতে অন্যতম সাধারণ সম্পাদক ছিলেন বৈশাখী। তবে নতুন কমিটিতেও তাঁর জায়গা হবে না, তাও নাকি জানতেন বৈশাখী! ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন, ওয়েবকুপায় তিনি থাকতেই চান না এখন।
তৃণমূল সূত্রের খবর,বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই নাকি বৈশাখীকে নতুন ৬৫ জনের কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

No comments