অনুব্রতকে ফোন করেছিলেন অমিত শাহ!
নজরবন্দি ব্যুরো: ফোন এসেছিল দিল্লি থেকে। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ নাকি ফোন করেছিলেন। এখন শরীর কেমন আছে জানতে চান। সাংবাদিকদের সামনে এমনটাই দাবি করলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
বেশ কিছুদিন আসে রুটিন-মাফিক চিকিৎসার জন্য এসএসকেএম-এ গিয়েছিলেন অনুব্রত। রটে যায় তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। মেডিকেল বোর্ডও নাকি বসেছে। পরে অবশ্য সমস্তটাই রটনা বলে জানান অনুব্রত মণ্ডল নিজে। জানান, তিনি সুস্থ রয়েছেন, রুটিন মাফিক চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলেন।
রবিবার তৃণমূল জেলা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন কেষ্ট। এক সাংবাদিক জিজ্ঞাসা করেন, আপনার নাকি শরীর খারাপ হয়েছিল? উত্তরে অনুব্রত বলেন, "আরে, মিথ্যা কেউ রটিয়ে দিয়েছিল। দিল্লি পর্যন্ত খবর চলে গিয়েছিল। অমিত শাহ ফোন করে জিজ্ঞাসা করলেন কেয়া হুয়া রে ভাই।"

No comments