ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরেও খেলতে পারবেন না ঋদ্ধি।
নজরবন্দি ব্যুরোঃ বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যোব রয়েছেন দেশের এক নম্বর উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। তাঁর সম্পূর্ণ সুস্থ হয়ে ক্রিকেটে ফিরতে আরও মাস চারেক সময় লেগে যাবে।
সুতরাং সামনের মাসে দেশের মািটতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু'টি টেস্টে কিছুতেই খেলতে পারবেন না তিনি। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে ঋদ্ধিমান জানিয়েছেন, 'চিকিত্সকদের মতে, শরীর অনুযায়ী রিকভারি নির্ভর করে। একেক জনের একেকরকম সময় লাগে। আমার সম্পূর্ণ ফিট হতে অন্তত চার মাস সময় তো লাগবেই।' তার মানে আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরেও যাওয়া অসম্ভব।
ঋদ্ধিমানের মতে, 'মাঠে ফেরার বিষয়টা এখন আর আমার হাতে নেই। এখন আমার ফোকাস একটাই। আমাকে দিন ধরে ধরে যা যা করতে বলা হচ্ছে, আমি সেগুলোই করছি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দু'দিন আগে রিহ্যাব শুরু করেছি। জানি না এখানে কত সময় লাগবে। তবে, একটানা বোধহয় তিন-চার মাস এখানে রিহ্যাব হবে না। মাঝেমধ্যে ছুটি দেবে। তখন কলকাতায় ফিরে পরিবারের সঙ্গে বিশ্রামে সময় কাটাব।'
সুতরাং সামনের মাসে দেশের মািটতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু'টি টেস্টে কিছুতেই খেলতে পারবেন না তিনি। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে ঋদ্ধিমান জানিয়েছেন, 'চিকিত্সকদের মতে, শরীর অনুযায়ী রিকভারি নির্ভর করে। একেক জনের একেকরকম সময় লাগে। আমার সম্পূর্ণ ফিট হতে অন্তত চার মাস সময় তো লাগবেই।' তার মানে আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরেও যাওয়া অসম্ভব।
ঋদ্ধিমানের মতে, 'মাঠে ফেরার বিষয়টা এখন আর আমার হাতে নেই। এখন আমার ফোকাস একটাই। আমাকে দিন ধরে ধরে যা যা করতে বলা হচ্ছে, আমি সেগুলোই করছি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দু'দিন আগে রিহ্যাব শুরু করেছি। জানি না এখানে কত সময় লাগবে। তবে, একটানা বোধহয় তিন-চার মাস এখানে রিহ্যাব হবে না। মাঝেমধ্যে ছুটি দেবে। তখন কলকাতায় ফিরে পরিবারের সঙ্গে বিশ্রামে সময় কাটাব।'

No comments