সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত উপত্যকা। খতম ২ জঙ্গি।
নজরবন্দি ব্যুরোঃ ফের সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত উপত্যকা। মঙ্গলবার, নিরাপত্তারক্ষীদের গুলিতে জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিকেশ হয় দুই জঙ্গি।
এখনও এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। মৃত জঙ্গিদের কাছ থেকে প্রচুর হাতিয়ার উদ্ধার করা হয়েছে।হান্দওয়ারার গালোরা এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় সেনাবাহিনী। তারপরই দ্রুত ছকে ফেলা হয় অভিযানের নকশা।
এদিন ভোররাতেই জঙ্গিদের ডেরা ঘিরে ফেলে সেনাবাহিনী। নিরাপত্তারক্ষীদের উপস্থিতি বুঝতে পেরে গুলি চালাতে শুরু করে জেহাদিরা। পালটা হামলা চালায় সেনা। বেশ কিছুক্ষণ ধরে চলা গুলির লড়াইয়ের পর খতম হয় দুই জঙ্গি। এখনও পর্যন্ত নিহত জঙ্গিদের পরিচয় জানা যায়নি। তবে সেনার এক আধিকারিকের মতে, মৃত জেহাদিরা জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের সদস্য।
Loading...

No comments