Header Ads

অনুব্রত মণ্ডল কি গাঁজা খাচ্ছেন এখন? জানতে চাইলেন গেরুয়া নেতা।



নজরবন্দি ব্যুরো: সোমবার বিজেপির রাজ্য সদর দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডলকে তীব্র ভাষায় আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এদিন বীরভূমের কাঁকরতলায় তৃণমূলের লোকাল অফিসে বিস্ফোরণে উড়ে যায় দলীয় দফতরের ছাদ। ঘরের জানালা, দরজা তৃণমূল কার্যালয়ের বাইরে এসে পড়ে।


এই ঘটনার পর বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, বিজেপি ঝাড়খন্ড থেকে লোক এনে এই সব বিস্ফোরণ ঘটাচ্ছে। এর পাল্টা উত্তর দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “বীরভূমের সভাপতি খুব করিৎকর্মা লোক। উনি রোজ নতুন নতুন গল্প খাড়া করেন। উনি কি আজকাল দিনের বেলাতেও গাঁজা খাচ্ছেন? যদি ঝাড়খন্ড থেকে লোক এসে থাকে তাদের একজনকেও পুলিশ গ্রেফতার করতে পারছে না কেন? পু্লিশও কি তাহলে গাঁজা খাচ্ছে? এই সব গল্প পার্থ চট্টোপাধ্যায়, ববি হাকিম ও তৃণমূলের অনেক নেতাই সোনায়। এরা বুঝতে পারে না লোকে এসব শুনে ওদের নিয়ে হাসাহাসি করে।”

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.