সেতু বিপত্তির জের, ছাত্রছাত্রীদের স্কুলে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিল ট্রাফিক পুলিশই।
নজরবন্দি
ব্যুরোঃ মাঝেরহাট সেতু ভাঙার পর সকাল থেকেই রাস্তায় রাস্তায় যানজট। কখনও আবার রাস্তায় নেই পর্যাপ্ত গাড়ি। তাই এবার ছাত্রছাত্রীদের স্কুলে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিল ট্রাফিক পুলিশই। লালবাজারের সূত্র জানিয়েছে, তার জন্য সকাল থেকেই তৈরি রয়েছে কলকাতা পুলিশের বিশেষ টিম। সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে হেল্পলাইন নম্বরও।
এদিকে,এদিনই ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পড়ুয়াদের জন্য বার্তা এসে পৌঁচেচে। বার্তাটি হল, পড়ুয়াদের স্কুলে যাওয়ার কোনও সমস্যা হলেই যেন পুলিশকে জানানো হয়। পুলিশই দায়িত্ব নিয়ে ছাত্রছাত্রীদের স্কুলে পৌঁছে দেবে। বহু স্কুলেই এখন পরীক্ষা চলছে।
প্রত্যেক ছাত্রছাত্রীকে সময়মতো স্কুলে পৌঁছে দেওয়ার বিষয়টিকে সবথেকে অগ্রাধিকার দিচ্ছে পুলিশ। তাই স্কুলে যাওয়ার সময় ছাত্রছাত্রীরা কোনও সমস্যায় পড়লে ট্রাফিক হেল্পলাইন ১০৭৩ বা ১০০ নম্বরে ডায়াল করতে বলা হয়েছে অভিভাবকদের।
Loading...

No comments