শুধু মাঝেরহাটের ব্রিজ না,কলকাতার অন্তত ২০টি ব্রিজ মেয়াদ উত্তীর্ণ!
নজরবন্দি ব্যুরোঃ মাঝেরহাটের ব্রিজ ভাঙার পর উচ্চ পর্যায়ের বৈঠকে বেরিয়ে এল রাজ্যের অন্তত ২০টি ব্রিজের অবস্থা অত্যন্ত খারাপ। রক্ষণাবেক্ষণ থেকে তৈরি নানা ইস্যুতে গলদ রয়েছে। যার ফলে তা থেকে যেকোনও সময়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে।
মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, সাঁতরাগাছি ব্রিজ, উল্টোডাঙ্গা ব্রিজ, বেলগাছিয়া ব্রিজগুলি দুর্বল হয়ে গিয়েছে। সারা রাজ্যে এমন অন্তত ২০টি ব্রিজ রয়েছে। যেগুলির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে বলে জানতে পেরেছে সরকার। ঢাকুরিয়া ব্রিজ, চিংড়িহাটা ব্রিজ, শিয়ালদহ ব্রিজ রয়েছে তাতে।
এগুলির রক্ষণাবেক্ষণের সমস্যা রয়েছে। মেরামতির সমস্যা রয়েছে। কোনও কোনও ব্রিজের মেরামতির সুযোগ সরকার পাচ্ছে না। শিয়ালদহ ব্রিজে যেমন নিচে বাজার বসে গিয়েছে।
চেষ্টা করেও বিক্রেতাদের সরানো যাচ্ছে না। সরকার তাদের সাময়িক পুনর্বাসন দিয়ে ব্রিজটি মেরামত করবে। বহু ব্রিজে নানা ধরনের ত্রুটি রয়েছে। বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট হাতে এলেই সরকার ব্যবস্থা নেবে।
Loading...

No comments