অঘটন কলকাতা লিগে,ইস্টবেঙ্গলের হার
নজরবন্দিঃ অঘটন ঘটে গেলো কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে,আজ পিয়ারলেসের কাছে ২-১ গোলে হেরে গেলো ইস্টবেঙ্গল l ম্যাচের শুরুতেই পাঁচ মিনিটের পিয়ারলেসের আনসুমা ক্রমা নিজের দলকে এগিয়ে দেন,প্রথমার্ধে এই গোলেই ইস্টবেঙ্গল পিছিয়ে ছিল l
এরপর দ্বিতীয়ার্ধে নিজেদের মাঠে আক্রমণের ঝাঁজ বাড়ালেও গোল আসছিল না,অবশেষে ৭১মিনিটে কাসিম আইদারা সমতায় ফেরান ইস্টবেঙ্গল কে,কিন্তু লাল হলুদ জনতার উচ্ছ্বাস কে ম্লান করে ৭৭ মিনিটে নরহরি শ্রেষ্ঠা আবার পিয়ারলেস কে এগিয়ে দেন l
এরপর মুহুর্মুহু আক্রমণ করলেও ম্যাচের স্কোর আর বদলায় নি l এই হারের ফলে ইস্টবেঙ্গল লিগ জয়ের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়ল l নয় ম্যাচের তাদের পয়েন্ট ২০ ,সমসংখ্যক ম্যাচ খেলে মোহনবাগানের পয়েন্ট ২৩ l

No comments