Header Ads

চাকরিতে স্থায়ী-করণ ও বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ!


নজরবন্দি ব্যুরো: চাকরিতে স্থায়ী-করণ ও বেতন বৃদ্ধি সহ পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার ধর্মতলার রাণী রাসমণি অ্যাভিনিউতে পদযাত্রায় সামিল হলেন রাজ্যের গ্রামীণ সম্পদ কর্মীরা।
গ্রামীণ সম্পদ কর্মীদের সংগঠন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ৩২হাজার গ্রামীণ সম্পদ কর্মীরা মাত্র ১৫০ টাকার মজুরির বিনিময়ে কাজ করেন।

তাও আবার তারা সারা বছর কাজ পান না। মেরেকেটে বছরে মাত্র ৬০ দিন কাজ পান। কর্মীদের মাসিক বেতন, কর্ম-নিশ্চয়তা প্রদান, স্বাস্থ্য-সাথী প্রকল্পে আওতায় আনা, নিয়োগপত্র ও পরিচয় পত্র প্রদান, সরকারি কর্মে সুযোগসুবিধার সহ একগুচ্ছ দাবিতে ধর্মতলায় এদিন সমাবেশ করেন তারা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.