Header Ads

১০০ দিনের কাজে দেশের মধ্যে প্রথম পূর্ব বর্ধমান।


নজরবন্দি ব্যুরোঃ  ১০০ দিনের কাজে সর্বাধিক কোটি ৯৩ লক্ষ কর্ম দিবস সৃষ্টি করে দেশের মধ্যে সেরা জেলার স্বীকৃতি ছিনিয়ে নিল পূর্ব বর্ধমান জেলা
মহাত্মা গান্ধী জাতীয় কর্মসুনিশ্চিতকরণ প্রকল্পের আওতায় ২০১৭-১৮ সালের নিরিখে এই পুরস্কার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকারের গ্রামীণ উন্নয়ন মন্ত্রক আর রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা পূর্ব বর্ধমানের এই সম্মান প্রাপ্তির পরেই খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় ভূয়সী প্রশংসা করেছেন এই স্বীকৃতির

 তিনি লিখেছেন, এই নিয়ে টানা তিনবার এই রাজ্য দেশের মধ্যে ১০০ দিনের কাজে সেরার স্বীকৃতি পেলো মুখ্যমন্ত্রী এবিষয়ে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদও জানিয়েছেন আগামী ১১ সেপ্টেম্বর নিউ দিল্লিতে সংশ্লিষ্ট মন্ত্রকের পক্ষ থেকে এই পুরস্কার তুলে দেওয়া হবে রাজ্যের হাতে । 


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.