১০০ দিনের কাজে দেশের মধ্যে প্রথম পূর্ব বর্ধমান।
নজরবন্দি ব্যুরোঃ ১০০ দিনের কাজে সর্বাধিক ২ কোটি ৯৩ লক্ষ কর্ম দিবস সৃষ্টি করে দেশের মধ্যে সেরা জেলার স্বীকৃতি ছিনিয়ে নিল পূর্ব বর্ধমান জেলা ।
মহাত্মা গান্ধী জাতীয় কর্মসুনিশ্চিতকরণ প্রকল্পের আওতায় ২০১৭-১৮ সালের নিরিখে এই পুরস্কার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকারের গ্রামীণ উন্নয়ন মন্ত্রক । আর রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা পূর্ব বর্ধমানের এই সম্মান প্রাপ্তির পরেই খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় ভূয়সী প্রশংসা করেছেন এই স্বীকৃতির ।
তিনি লিখেছেন, এই নিয়ে টানা তিনবার এই রাজ্য দেশের মধ্যে ১০০ দিনের কাজে সেরার স্বীকৃতি পেলো । মুখ্যমন্ত্রী এবিষয়ে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদও জানিয়েছেন । আগামী ১১ সেপ্টেম্বর নিউ দিল্লিতে সংশ্লিষ্ট মন্ত্রকের পক্ষ থেকে এই পুরস্কার তুলে দেওয়া হবে রাজ্যের হাতে ।

No comments