মেঘের আড়াল থেকে কেন? আইনের মুখোমুখি হোন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ: বিচারপতি
নজরবন্দি ব্যুরো: ভারতী ঘোষ ও রাজ্য সরকারের মধ্যে বিবাদ চলছে বেশ কিছু মাস ধরে। কিছু দিন আগে গ্রেপ্তার হয়েছেন ভারতী ঘোষের স্বামী রাজু। আজ রাজুর জামিন মামলার শুনানি ছিল।
মেঘের আড়াল থেকে কেন? আইনি যুদ্ধে আইনের মুখোমুখি হোন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। আজ আদালতে ভারতীর স্বামী এমএভি রাজুর জামিন মামলার শুনানি চলাকালীন এমন মন্তব্য করেন বিচারপতি জয়মাল্য বাগচী।
আজ,সোমবার ছিল এমএভি রাজুর জামিন মামলার শুনানির দিন । তাকে জামিন দিলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হবে বলে আদালতে জানান সরকার পক্ষের আইনজীবী। কারণ হিসাবে বলেন, এর আগে ছেলের কাছে যাবার ওজুহাতে ইন্দোরে চলে গিয়েছিলেন। সেখানেই তোলাবাজি মামলায় অভিযুক্ত ভারতী ঘোষের বিরুদ্ধে গোপন জবানবন্দী দেওয়া দুই ব্যক্তির সঙ্গে দেখা করেন রাজু। এই কথা মাথায় রেখে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রাজুর জামিনের অন্তর্বর্তী স্থগিতাদেশ খারিজ করে। সওয়াল জবাব শেষে এদিনও খারিজ হয়ে যায় রাজুর জামিনের আবেদন।

No comments