Header Ads

শোচনীয় হার মোদীর, আবার রাহুল ম্যাজিক কর্ণাটকে!




নজরবন্দি ব্যুরো: অবশেষে পরাজয় মেনে নিলেন বিজেপি নেতৃত্ব। কর্ণাটক পৌর নির্বাচনের এই জয় ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বড়সড় উপহার রাহুল ব্রিগেডের কাছে।

পরাজয় প্রত্যাশা করেননি বিজেপি নেতৃত্ব। সেটা জানিয়েছেন বিএস ইয়েদুয়িরাপ্পা। তবে সামনের লোকসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপির ফল অন্য রকম হবে বলে দাবি করেছেন তিনি।
সোমবার কর্ণাটকে বিভিন্ন পুরসভার নির্বাচনের ফল প্রকাশিত হয়।

 ২৬৬৪ ওয়ার্ডের মধ্যে ২২৬৭ ওয়ার্ডের ফল বের প্রকাশিত হয়েছে। কংগ্রেস পেয়েছে ৮৪৬টি ওয়ার্ড, তাদের জোট শরিক জেডিএস জিতেছে ৩০৭টি ওয়ার্ড। আর বিজেপি পেয়েছে ৭৮৮টি ওয়ার্ড। তবে নির্বাচনে ২৭৭টি ওয়ার্ড পেয়েছেন নির্দল প্রার্থীরা। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.