পারলেন না সিন্ধু! এবারও বিশ্ব চ্যাম্পিয়নশিপের মুকুট জয় ক্যারেলিনা মারিনের।
নজরবন্দি ব্যুরোঃ হল না এবারও। পারলেন না তিনি। পি ভি সিন্ধুকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের মুকুট জয় ক্যারেলিনা মারিনের। ফাইনালে একপেশে ম্যাচে স্ট্রেট গেমে জিতলেন মারিন। স্প্যানিশ শাটলারের পক্ষে ম্যাচের ফল ২১-১৯, ২১-১০।
প্রথম গেমে কিছুটা লড়াই করলেও দ্বিতীয় গেমে মারিনের গতি ও আক্রমণের সামনে দাঁড়াতে পারেরনি সিন্ধু। এই নিয়ে তৃতীয় বার বিশ্বচ্যাম্পিয়নশিপের পদক জিতে অনন্য নজির গড়লেন মারিন। ক্যারোলিনাই প্রথম মহিলা শাটলার যিনি তিনবার বিশ্বচ্যাম্পিয়নের তাজ জিতলেন(২০১৪,২০১৫,২০১৮) । অতীতে অলিম্পিকে সিন্ধুকে হারিয়েই সোনা জিতেছিলেন স্পেনের মারিন।
প্রথম গেমে কিছুটা লড়াই করলেও দ্বিতীয় গেমে মারিনের গতি ও আক্রমণের সামনে দাঁড়াতে পারেরনি সিন্ধু। এই নিয়ে তৃতীয় বার বিশ্বচ্যাম্পিয়নশিপের পদক জিতে অনন্য নজির গড়লেন মারিন। ক্যারোলিনাই প্রথম মহিলা শাটলার যিনি তিনবার বিশ্বচ্যাম্পিয়নের তাজ জিতলেন(২০১৪,২০১৫,২০১৮) । অতীতে অলিম্পিকে সিন্ধুকে হারিয়েই সোনা জিতেছিলেন স্পেনের মারিন।

No comments