আসছে বাহুবলী ৩।
নজরবন্দি ব্যুরোঃ রাজামৌলির ছবি 'বাহুবলী' সারা বিশ্বে ১৫০০ কোটির বেশি টাকারও টাকার ব্যবসা করেছে।'বাহুবলী'র জনপ্রিয়তার কথা মাথায় রেখে ফের বাহুবলীর তৃতীয় পর্ব বানানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
তবে এবার বাহুবলীর সিকুয়্যাল নয়, তৈরি হতে চলেছে বাহুবলীর প্রিকুয়েল। বাহুবলী: দ্যা বিগিনিং, বাহুবলী: দ্যা কনক্লশন এর পর এবার বাহুবলী: বিফোর দ্যা বিগিনিং। তবে বাহুবলীর এই তৃতীয় পর্ব সিনেমার আকারে নয়, ওয়েব সিরিজের আকারে আসবে দর্শকদের সামনে। যা দেখা যাবে নেটফ্লিক্স-এ।
রাজমাতা শিবগামী দেবীর উত্থান, ও মাহিশমতী সাম্রাজ্য ও তার রাজনীতি নিয়ে তৈরি হবে এই ছবি। যা নাম রাখা হচ্ছে 'দ্যা রাইস অফ শিবগামী'। আনন্দ নীলকান্তের লেখা বই থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হবে এই ওয়েব সিরিজটি।
তবে এবার বাহুবলীর সিকুয়্যাল নয়, তৈরি হতে চলেছে বাহুবলীর প্রিকুয়েল। বাহুবলী: দ্যা বিগিনিং, বাহুবলী: দ্যা কনক্লশন এর পর এবার বাহুবলী: বিফোর দ্যা বিগিনিং। তবে বাহুবলীর এই তৃতীয় পর্ব সিনেমার আকারে নয়, ওয়েব সিরিজের আকারে আসবে দর্শকদের সামনে। যা দেখা যাবে নেটফ্লিক্স-এ।
রাজমাতা শিবগামী দেবীর উত্থান, ও মাহিশমতী সাম্রাজ্য ও তার রাজনীতি নিয়ে তৈরি হবে এই ছবি। যা নাম রাখা হচ্ছে 'দ্যা রাইস অফ শিবগামী'। আনন্দ নীলকান্তের লেখা বই থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হবে এই ওয়েব সিরিজটি।

No comments