Header Ads

উচ্চ বেতন কাঠামো চালু সহ ১৩ দফা দাবি জানালো শাসক দলের শিক্ষক সংগঠন!


নজরবন্দি ব্যুরো: রাজ্যে শিক্ষক নিয়োগ ও প্রাথমিক শিক্ষকদের উচ্চতর বেতন নিয়ে জটিলতা অনেক দিনের। এর উপর আছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে জটিলতা। আর এই সমস্যা গুলি কবে সমাধান হবে তা কেউ জানেনা।কিন্তু এবার রাজ্যের শাসক দলের প্রাথমিক শিক্ষক সংগঠন যে সব দাবি শিক্ষামন্ত্রীর কাছে জানান, তাতে উক্ত সমস্যার কিছুটা সমাধান হতে চলেছে বলে মনে করেন বিশেষজ্ঞ মহলের একটা বড় অংশ।
জানা গিয়েছে, এই রাজ্যের তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির তরফ থেকে শিক্ষামন্ত্রীর কাছে ১৩ দফা জানানো হয়। ১. আমাদের উচ্চ শিক্ষাগত যোগ্যতার জন্য উচ্চ বেতন কাঠামো চালু করতে হবে। ২. মিউচুয়াল ট্রান্সফার গুলি দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন।

৩.পরবর্তী নিয়োগের পূর্বে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা নিজ জেলা ভিন্ন অন্য জেলায় কর্মরত আছেন, তাদের আবেদনের ভিত্তিতে নিজ জেলায় ফিরিয়ে আনতে হবে। ৪.বুক-ডের দিনেই শিশু শ্রেণী সহ সকল ছাত্র-ছাত্রীদের বই এবং পোশাক প্রদান করতে হবে। ৫. বিদ্যালয়ে বিদ্যুতের বিল সরকারি ভাবে দেওয়া দরকার। ৬.প্রাথমিক স্তরে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য অর্থ বাড়াতে হবে। ৭. প্রাথমিক স্তরে ৫ম শ্রেনীকে যুক্ত করার জন্য প্রতি বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ কমকরে ৭ জন শিক্ষক শিক্ষিকা প্রয়োজন।

৮.জেনারেল ট্রান্সফার পুনরায় চালু করা দরকার। ৯.শিক্ষক ও শিক্ষিকাদের স্বাস্থ্য সাথীর পরিবর্তে সরকারি কর্মচারীদের ন্যায় স্বাস্থ্য বিমার আওতায় আনতে হবে। ১০.অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা সহ সকল শিক্ষক-শিক্ষিকাদের চিকিৎসা ভাতা ৩০০ টাকার বদলে ১০০০টাকা করতে হবে। ১১. অবসরের বয়স ৬২ বছর করতে হবে। ১২.পিতৃত্ব কালীন ছুটি চালু করতে হবে। ১৩.প্রতিটা স্কুলে ২ টি করে কম্পিউটারের ব্যবস্থা করতে হবে।



No comments

Theme images by lishenjun. Powered by Blogger.