ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে চালকের আসনে বিরাটরা।
নজরবন্দি ব্যুরোঃ গতকাল এজবাস্টনে ভারত ও ইংল্যান্ডের মধ্যে ৫ টি টেস্ট সিরিজের প্রথম দিনের খেলা শুরু হয় । টসে জিতে ইংল্যান্ড ব্যাট করার সিদ্ধান্ত নেয় । সারাদিন ব্যাট করে ইংল্যান্ড ৯ উইকেট হারিয়ে ২৮৫ রান তোলে ।
ইংল্যান্ডের হয়ে উল্লেখযোগ্য রান কারীরা হলেন জো রুট ৮০,জেননিংস ৪২ এবং বেয়ারস্তো ৭০। ভারতের হয়ে অশ্বিন নেন ৪ টি উইকেট শামি ২টি,ঈশান ১ টি , উমেশ যাদব ১ টি এবং ১ টি রান আউট হয় ।

No comments