প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের ময়নাতদন্তের রিপোর্ট দেখে চিন্তিত আদালত!
নজরবন্দি ব্যুরো: এবারের পঞ্চায়েত নির্বাচনের রহস্যজনক ভাবে মৃত্যু হয় প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়। আজ সেই সংক্রান্ত মামলার রিপোর্ট দেখে অবাক মহামান্য আদালত। মাথা, বুক থেকে আঘাতের কোনও চিহ্ন নেই। কিন্তু তাঁর মুখের অংশে কি করে ৮ টি আঘাতের চিহ্ন পাওয়া গেলো। আবার চোখের মণি উধাও! ট্রেনের ধাক্কায় কি এমন হয়? বুধবার প্রিসাইডিং অফিসার মৃত্যু নিরপেক্ষতা মামলার শুনানির সময় এমন প্রশ্ন তুললেন বিচারপতি তপব্রত চক্রবর্তী।
প্রসঙ্গত, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের সময় ইটাহারে ভোট গ্রহণের কাজে গিয়ে নিখোঁজ হয়ে ছিলেন ৪৮ নম্বার বুথের প্রিসাইডিং অফিসার রায়গঞ্জের বাসিন্দা রাজকুমার রায়। পরের দিন এক রেললাইনের ধারে থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পরে পুলিশের নিরপেক্ষতা নিয়ে ও সিবি আই তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয় মৃতের মা অন্নদা রায়। তাই আইনজীবী বিকাশ বাবু দাবি করেন পুলিশ কোনও তদন্তই করেনি। সঠিক ময়নাতদন্ত হয়নি এবং ময়নাতদন্তের কোন রেকর্ড করা হয় নি। এমনকি প্রিসাইডিং অফিসারের মৃত্যুতে নির্বাচন কমিশন ব্যবস্থা নেয় নি। তাই সিবি আইকে দিয়ে পুরো ঘটনার তদন্ত চায় তারা।

No comments