মহারাজ কি এবার সক্রিয় রাজনীতিতে আসছেন? উত্তর দিলেন তিনি নিজেই।
নজরবন্দি ব্যুরোঃ সৌরভ গাঙ্গুলির রাজনীতিতে আসা নিয়ে সবথেকে বেশি বিতর্ক ছড়িয়েছে তাঁর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে।আবার সেই বিতর্ক দানা বাঁধল
ইমরান খানের প্রধানমন্ত্রী হবার সময়।ইমরানের পথ ধরে কি এবার সৌরভ গাঙ্গুলি রাজনীতির মূলস্রোতে আসতে পারেন? বহুদিন থেকে ঘোরাফেরা করা প্রশ্নটা এবার সরাসরি পেড়েই ফেলা হল সৌরভের উদ্দেশ্য। সৌরভের রাজনৈতিক কেরিয়ার নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
তাঁর অনুরাগীদের মধ্যে ঔৎসুক্য বাড়ছে। তবে প্রতিবারই জল্পনায় জল ঢেলে দিয়েছেন 'প্রিন্স অব ক্যালকাটা'। এবারও তাঁর অন্যথা হল না। নিজের অবস্থান অনড় রইলেন সৌরভ। প্রশ্ন শুনেই বাংলার মহারাজের বুদ্ধিদীপ্ত উত্তর, এ প্রশ্ন আমার জন্য নয়, রাজনীতি আমি বুঝি না। রাজনীতির প্রশ্ন করুন রাজনীতিকদের। তবে রাজনীতি তিনি না বুঝলেও, রাজনীতির পাঠ তিনি নিতে শুরু করেছেন অনেক আগে থেকেই।
তিনি এখন বেশ খোঁজ-খবর রাখছেন ক্রিকেটারদের রাজনীতি-যোগ নিয়ে। তাই ইমরান খানের পাকিস্তান-বিজয়ের পর তিনি অভিনন্দন জানিয়েছেন। কিং খানকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, এতদিনের লড়াই সফল হল। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব। অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল।অদূর ভবিষ্যতে তাঁকে রাজ্য প্রশাসনেও দেখা যেতেই পারে। তবে এখনই ওসব নৈব নৈব চ। তিনি সব জল্পনা সমূলে উড়িয়ে দিয়েছেন।
তাঁর অনুরাগীদের মধ্যে ঔৎসুক্য বাড়ছে। তবে প্রতিবারই জল্পনায় জল ঢেলে দিয়েছেন 'প্রিন্স অব ক্যালকাটা'। এবারও তাঁর অন্যথা হল না। নিজের অবস্থান অনড় রইলেন সৌরভ। প্রশ্ন শুনেই বাংলার মহারাজের বুদ্ধিদীপ্ত উত্তর, এ প্রশ্ন আমার জন্য নয়, রাজনীতি আমি বুঝি না। রাজনীতির প্রশ্ন করুন রাজনীতিকদের। তবে রাজনীতি তিনি না বুঝলেও, রাজনীতির পাঠ তিনি নিতে শুরু করেছেন অনেক আগে থেকেই।
তিনি এখন বেশ খোঁজ-খবর রাখছেন ক্রিকেটারদের রাজনীতি-যোগ নিয়ে। তাই ইমরান খানের পাকিস্তান-বিজয়ের পর তিনি অভিনন্দন জানিয়েছেন। কিং খানকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, এতদিনের লড়াই সফল হল। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব। অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল।অদূর ভবিষ্যতে তাঁকে রাজ্য প্রশাসনেও দেখা যেতেই পারে। তবে এখনই ওসব নৈব নৈব চ। তিনি সব জল্পনা সমূলে উড়িয়ে দিয়েছেন।

No comments