Header Ads

http://najarbandi.online/2018/08/01/birth-day-of-eastbengal-club/

নজরবন্দি ব্যুরোঃ ১লা আগষ্ট: সালটা ১৯২০ ১লা আগষ্ট। আজকের দিনে লাল-হলুদ ব্রিগেডের পথ চলা শুরু হয়েছিল। আর ৮ই আগষ্ট প্রথম ডার্বির মহারণ ঘটে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ক্লাবের সঙ্গে কোচবিহার কাপের সেমিফাইনাল ম্যাচে।

সেসব এখন ইতিহাস আর সুমধুর স্মৃতি।তাই আজ বৃষ্টিরমুখর দিনে মহা ধুমধামে পালিত হচ্ছে ইস্টবেঙ্গল দিবস। বুধবার সকালে ক্লাব তাঁবুতে ৯৯ তম প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলন করেন ইস্টবেঙ্গল টিডি সুভাষ ভৌমিক ও সচিব কল্যাণ মজুমদার। যদিও প্রতিষ্ঠা দিবসে পতাকা তোলার কথা ছিল লাল-হলুদের প্রাক্তন ফুটবলার স্বপন সেনগুপ্তর। কিন্তু বৃষ্টির জন্য বাড়ি থেকে বেরোতেই পারেননি এই কিংবদন্তী ফুটবলার।

 এছাড়া অনুষ্ঠানে হাজির ছিলেন লাল-হলুদের সিনিয়র ও জুনিয়র দলের ফুটবলাররা।এ ছাড়াও দেবব্রত সরকারের(নিতুদা) মতো শীর্ষকর্তা। সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পতাকা উত্তোলনের পর ক্লাবের ভিতরে কাটা হয় কেক। সন্ধেয় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে জমকালো অনুষ্ঠান। সবমিলিয়ে ক্লাব কর্তৃপক্ষ থেকে শুরু করে সমর্থকেরা বেশ উচ্ছস্বিত।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.