Header Ads

"আমি কলকাতায় সভা করবই, রাজ্য সরকার চাইলে গ্রেফতার করতে পারে" অমিত শাহ!

নজরবন্দি ব্যুরোঃ কলকাতায় অমিত শাহের জনসভা ঘিরে চাপানউতোর চলছেই। প্রথমে ঠিক হয় অমিত শাহর সভা হবে ৩ অগাস্ট তারপরে সেই তারিখ পরিবর্তন করে করা হয় ১১ই অগাস্ট। ঠিক হয় রানি রাসমণি রোডে সভা করা হবে। সেই সভা ঘিরেই চাপানউতোর।

বিজেপি অভিযোগ করে কলকাতা পুলিশ তাঁদের সভা করার অনুমতি দেয়নি! উলটে জানানো হয়েছে ওই স্থানে কংগ্রেস সভা করতে চেয়েছে! তাই বিজেপিকে অনুমতি দেওয়া যাবে না। রাজ্য বিজেপি ঠিক করে এই অনিশ্চয়তা কাটাতে তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হবে। অন্যদিকে কলকাতা পুলিশ টুইট করে জানিয়েছে কলকাতায় অমিত শাহর জনসভার অনুমতির আগেই দেওয়া হয়েছিল! জনসভা বাতিল করা হয়েছে বলে সোশাল মিডিয়া গুজব ছড়ানো হয়েছে।
এই প্রসঙ্গে আজ অমিত শাহ জানান, "অনুমতি না পেলেও কিছু যায় আসে না, আমি কলকাতা যাবই। রাজ্য সরকার চাইলে আমায় গ্রেপ্তার করতে পারে।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.