'দঙ্গল' কন্যাদের নাচের ভিডিও মাতাল সোশ্যাল মিডিয়া। দেখুন ভিডিও
নজরবন্দি ব্যুরোঃ একসঙ্গে অডিশন দিয়েছিলেন। চুল কাটা থেকে কুস্তির প্যাঁচ, সব শিখেছেন। সুপারহিট 'দঙ্গল'। দেশের পাশাপাশি বিদেশেও সাফল্যের যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছে। তারপর দিন অনেক কেটে গিয়েছে। কিন্তু দুই 'দঙ্গল'-কন্যা ফতিমা সানা শেখ ও সানায়া মালহোত্রার বন্ধুত্বে কোনও ছেদ পড়েনি। বরং সময়ের সঙ্গে তা আরও গাঢ় হয়েছে।
মাঝেমধ্যেই এর নমুনা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যায়। দুই তারকারই নাচ বেশ পছন্দের। তাই স্ট্রেসবাস্টার হিসেবে কাজ করে। নিয়মিত ডান্স সেশন করতে দেখা যায় দু'জনকে। কখনও একা, কখনওবা একসঙ্গে। ফের একবার নিজেদের প্রতিভার পরিচয় দিলেন আমির খানের রিল লাইফের দুই কন্যা। এবার বলিউডের বেলিগার্ল নোরা ফতেহিকে দিলেন জোর টক্কর। 'দিলবর' গানের রিমিক্স ভার্সনে জমিয়ে লাগালেন। নেটদুনিয়ার দর্শকদের মুগ্ধ করল দু'জনের নাচের সেই ভিডিও।দেখুন সেই ভিডিও
ভিডিও টি দেখতে এখানে ক্লিক করুন
মাঝেমধ্যেই এর নমুনা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যায়। দুই তারকারই নাচ বেশ পছন্দের। তাই স্ট্রেসবাস্টার হিসেবে কাজ করে। নিয়মিত ডান্স সেশন করতে দেখা যায় দু'জনকে। কখনও একা, কখনওবা একসঙ্গে। ফের একবার নিজেদের প্রতিভার পরিচয় দিলেন আমির খানের রিল লাইফের দুই কন্যা। এবার বলিউডের বেলিগার্ল নোরা ফতেহিকে দিলেন জোর টক্কর। 'দিলবর' গানের রিমিক্স ভার্সনে জমিয়ে লাগালেন। নেটদুনিয়ার দর্শকদের মুগ্ধ করল দু'জনের নাচের সেই ভিডিও।দেখুন সেই ভিডিও

No comments