Header Ads

বাংলাদেশি বংশোদ্ভূত ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে নিয়ে কি ভাবছে সরকার ? বিতর্ক সোশ্যাল মিডিয়ায়।

নজরবন্দি ব্যুরো: ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বেশিরভাগ আত্মীয় বাংলাদেশ থাকেন৷ তাহলে তাঁর নাগরিকত্ব নিয়ে কি ব্যবস্থা নেবে ভারত সরকার।

 এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর হওয়ার পর বাংলাদেশে থাকা বিপ্লব বাবুর আত্মীয়দের ছবি ও মন্তব্য প্রকাশ করেছিল উভয় দেশের সংবাদ মাধ্যম৷ সেই সব মন্তব্য ঘিরেই এখন ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে বাংলাদেশী বংশোদ্ভূত হিসেবে কটাক্ষ করে বলে হচ্ছে, অবিলম্বে তাঁকে প্রমাণ করতে হবে তিনি ভারতীয় কি না! আর সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক প্রশ্ন উঠছে। জানা গিয়েছে, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পৈত্রিক বাড়ি বাংলাদেশে৷ সেখানকার চট্টগ্রাম বিভাগের কচুয়া উপজেলার সহদেবপুর পূর্ব ইউনিয়নের মেঘদাইর গ্রামেই তাঁর আসল বাড়ি।

এখনও সেখানে থাকেন বিপ্লব দেবের এক কাকা প্রাণধন দেব৷ ভাইপো মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি জানিয়েছিলেন, ১৯৭১ সালের ‘মুক্তিযুদ্ধ’ চলাকালীন বিপ্লব দেবের বাবা-মা ভারতে চলে গিয়েছিলেন৷

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.