Header Ads

গুরুংয়ের সমস্ত অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করলো পুলিশ ।

নজরবন্দি ব্যুরোঃ আদালতে নির্দেশে বিমল গুরুং এবং আশা গুরুংয়ের সমস্ত অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করলো পুলিশ । বুধবার দার্জিলিংয়ের পুলিশ বাহিনী গুরুঙ্গের পাতলেবাস বাড়িতে অভিযান চালিয়ে খাট,আলমারি,কম্পিউটার সহ তিন ট্র্যাক মাল বাজেয়াপ্ত করেছে।

 ভানুভক্ত ভবন থেকে পুলিশের উপর হামলার মামলাতে এক বছর ধরে ফেরার আছেন গুরুং দম্পতি । তারা মামলা তে সারা না দেয়াতে পুলিশ সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.