ইমরানের শপথগ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পৌঁছে গেল এই ৪ ভারতীয়র কাছে। জানেন তাঁরা কে কে?
নজরবন্দি ব্যুরোঃ ১১ আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন ইমরান খান। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী আমন্ত্রিত থাকবেন কিনা তা ঠিক না হলেও ভারত থেকে আমন্ত্রণ পেয়ে গিয়ছেন হবু প্রধানমন্ত্রীর বিশেষ বন্ধু কপিলদেব, সুনীল গাভাসকার, নভজ্যোত্ সিং সিধু, বলিউড তারকা আমির খান।
ইমরানের শপথগ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পেয়ে খুশি পাঞ্জাবের মন্ত্রী ও দেশের প্রাক্তন ক্রিকেটার সিধু। তিনি বলেছেন, 'আমি দারুণ সম্মানিত। আমন্ত্রণপত্র গ্রহণ করেছি।' এরপরই ইমরানের প্রশংসা করে সিধু বলেছেন, 'ইমরান সত্যিকারের একটি চরিত্র। যারা জিনিয়াস। তাঁদের মানুষ শ্রদ্ধা করে। যে শক্তিমান। মানুষ তাঁকে ভয় পায়। কিন্তু যাঁর একটা সুন্দর চরিত্র আছে।
লোকে সেই মানুষটাকে বিশ্বাস করে। ইমরান তেমনই চরিত্রের মানুষ। লোকে ইমরানকে বিশ্বাস করে।' এই অনুষ্ঠানে যাবার ব্যাপারে কপিল ইচ্ছে প্রকাশ করেছেন। তিনি বলেন যাবার ইচ্ছে রয়েছে, তবে তার আগে সরকারের অনুমতি নেব।
ইমরানের শপথগ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পেয়ে খুশি পাঞ্জাবের মন্ত্রী ও দেশের প্রাক্তন ক্রিকেটার সিধু। তিনি বলেছেন, 'আমি দারুণ সম্মানিত। আমন্ত্রণপত্র গ্রহণ করেছি।' এরপরই ইমরানের প্রশংসা করে সিধু বলেছেন, 'ইমরান সত্যিকারের একটি চরিত্র। যারা জিনিয়াস। তাঁদের মানুষ শ্রদ্ধা করে। যে শক্তিমান। মানুষ তাঁকে ভয় পায়। কিন্তু যাঁর একটা সুন্দর চরিত্র আছে।
লোকে সেই মানুষটাকে বিশ্বাস করে। ইমরান তেমনই চরিত্রের মানুষ। লোকে ইমরানকে বিশ্বাস করে।' এই অনুষ্ঠানে যাবার ব্যাপারে কপিল ইচ্ছে প্রকাশ করেছেন। তিনি বলেন যাবার ইচ্ছে রয়েছে, তবে তার আগে সরকারের অনুমতি নেব।

No comments