SSC-র ওয়েটিং লিস্ট বদল ! দুর্নীতির অভিযোগ আনলেন রাহুল-সুজন!
নজরবন্দি ব্যুরো: রাজ্যে আবার শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক। এবার প্রত্যক্ষ দুর্নীতির অভিযোগ। স্কুল সার্ভিস কমিশনের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগের ওয়েটিং লিস্ট বদলে গেছে রাতারাতি। অভিযোগ গতকাল নাকি বদলে গেছে তালিকা।
ওয়েটিং লিস্টের তালিকার ধারে-পাশেও যিনি ছিলেন না যে চাকরি প্রার্থী, তিনি হঠাৎ নাকি উড়ে এসে জুড়ে বসেছেন এক নম্বরে। আর এক নম্বরে যিনি ছিলেন, তিনি চলে গেছেন দ্বিতীয় স্থানে। ওয়েটিং লিস্টে থাকা পরীক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে বিচারবিভাগীয় তদন্ত দাবি করলেন গেরুয়া নেতা রাহুল সিনহা।
এই নিয়ে সিপি আই(এম) নেতা সুজন চক্রবর্তীর বলেন, "টেট থেকে এস এস সি সর্বত্র এই দুর্নীতি চলছে সমান তালে।"

No comments