ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল
নজরবন্দি ব্যুরোঃ ডার্বির আগে কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে শীর্ষে থাকার লড়াই ক্রমশ জমে উঠেছে,আজ সেই শীর্ষে থাকার লড়াইয়ে আবার এগিয়ে গেলো ইস্টবেঙ্গল l আজ লালহলুদ বাহিনী তাদের ঘরের মাঠে ৩-০গোলে হারিয়ে দিলো টালিগঞ্জ অগ্রগামী কে,এই ম্যাচটি আগে বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছিল l
এদিন প্রথমার্ধের মাত্র ১৪মিনিটের মাথায় মেহেতাব সিং এর ক্রস থেকে ইস্টবেঙ্গল কে এগিয়ে দেন ব্রেন্ডন,এর সাত মিনিট বাদেই একুশ মিনিটে ২-০ করে দেন কেরালার জবি জাস্টিন,গত ম্যাচের শেষে ইস্টবেঙ্গল সমর্থকরা তার হাতে বন্যা ত্রাণের জন্য আর্থিক সাহায্য তুলে দিয়েছিলেন,জবি হয়ত এদিন গোল করে তাদের প্রতিদান দিলেন l রালতের পাস থেকে তিনি গোল করেন l
এর পর একচল্লিশ মিনিটের মাথায় সামাদ আলি মল্লিক একক দক্ষতার পরিচয় দিয়ে ডান পায়ের জোরালো শটে ইস্টবেঙ্গল কে ৩-০গোলে এগিয়ে দেন l দ্বিতীয়ার্ধে আর গোল হয়নি l

No comments