টি২০ ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন ঝুলন গোস্বামী।
নজরবন্দি ব্যুরোঃ টি২০ ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন ভারতের মহিলা দলের পেসার ঝুলন গোস্বামী। দেশের হয়ে ৬৮টি টি২০ ম্যাচ খেলেছেন বাংলার পেসার।
নিয়েছেন ৫৬ উইকেট। একবার পেয়েছেন ইনিংসে পাঁচ উইকেট। তাও আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তাঁকে সমর্থন জানানোর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড এবং সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন ঝুলন। আগামী দিনে টি২০ ক্রিকেটে ভারতের সাফল্যও আশা করেছেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ঝুলনের সতীর্থরা আগামীদিনে তাঁর সাফল্য কামনা করেছেন।

No comments