মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে মিটল সমস্যা, কাল থেকে শুটিং শুরু।
নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে নবান্নে উভয় পক্ষের মুখোমুখি বৈঠক। তাতেই মিলল সমাধান সূত্র। শুক্রবার সকাল থেকেই ফের শুরু হবে সিরিয়ালের শ্যুটিং।
আবার নতুন পর্ব ফিরবে টেলিভিশনের পর্দায়। বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জট কাটার কথা জানা। অভিনেতা অভিনেত্রী, টেকনিশিয়ান এবং আর্টিস্টদের পারিশ্রমিকের জট কাটাতে একটি জয়েন্ট কনসিলিয়েশন কমিটি গঠন করা হয়েছে। তাতে থাকবেন প্রসেনজিত চ্যাটার্জি, সৌমিত্র চ্যাটার্জি, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস সহ প্রযোজক এবং আর্টিস্ট ফোরামের বেশ কয়েকজন।
আবার নতুন পর্ব ফিরবে টেলিভিশনের পর্দায়। বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জট কাটার কথা জানা। অভিনেতা অভিনেত্রী, টেকনিশিয়ান এবং আর্টিস্টদের পারিশ্রমিকের জট কাটাতে একটি জয়েন্ট কনসিলিয়েশন কমিটি গঠন করা হয়েছে। তাতে থাকবেন প্রসেনজিত চ্যাটার্জি, সৌমিত্র চ্যাটার্জি, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস সহ প্রযোজক এবং আর্টিস্ট ফোরামের বেশ কয়েকজন।
১৫ তারিখের মধ্যে পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিমাসে এই কমিটি বসে অর্টিস্ট টেকনিশিয়ানদের পারিশ্রমিকের বিষয়টি দেখবে এই কমিটি। দ্রুত এই সমস্যার সমাধান করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সৌমিত্র চ্যাটার্জি।

No comments