এবার রাজ্যে আসছে ১৪ নতুন অফিসার!
নজরবন্দি ব্যুরো: রাজ্যে আইএএস অফিসারের অভাবে প্রশাসনিক কাজকর্ম চালাতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ। প্রয়োজনের তুলনায় এই রাজ্যে অনেক কম আইএএস অফিসার আছে। রাজ্য সরকার এই ব্যাপারে একাধিকবার কেন্দ্রের কাছে চিঠি পাঠিয়ে আইএএস-এর সংখ্যা বৃদ্ধি করতে অনুরোধ জানায়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবার সেই অনুরোধ মেনে ১৪ জনকে রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। রাজ্যে এই সমস্ত প্রশাসনিক পদস্থ অফিসারদের মোট অনুমোদিত পোস্ট রয়েছে প্রায় ৩৭৮ টি। সেই জায়গায় বর্তমানে ওই সংখ্যা ২৭২।
কেন্দ্র ১৪ জন আইএএস অফিসারকে পাঠালে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৮৬ এর কাছাকাছি। সেপ্টেম্বর মাস নাগাদ রাজ্যে এসে এই সব অফিসাররা বিভিন্ন প্রশাসনিক পদে নিজেদের দায়িত্ব বুঝে নেবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবার সেই অনুরোধ মেনে ১৪ জনকে রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। রাজ্যে এই সমস্ত প্রশাসনিক পদস্থ অফিসারদের মোট অনুমোদিত পোস্ট রয়েছে প্রায় ৩৭৮ টি। সেই জায়গায় বর্তমানে ওই সংখ্যা ২৭২।

No comments