Header Ads

দিয়েগো মারাদোনার নয়া যৌন জীবন প্রকাশ্যে। কে ছিলেন দিয়েগোর সঙ্গী? জানলে চমকে উঠবেন।


নজরবন্দি ব্যুরোঃ দিয়েগো আর্মান্দো মারাদোনার যৌন জীবন যাপনের নয়া কাহিনি প্রকাশ্যে। মেক্সিকো বিশ্বকাপের মহানায়কের এই কেচ্ছা এতদিন ধামাচাপাই ছিল। এবার তা প্রকাশ করে দিলেন আর্জেন্টাইন টিভি স্টার মির্থা লেগ্র্যান্ড
 একটি ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইন্টার মিলানের তারকা ফুটবলার মাউরো ইকার্ডির বর্তমান স্ত্রী ওয়ান্ডা নারার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলেন আর্জেন্টাইন মহাতারকা সেই কাহিনিই সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করেছেন মির্থা 
নারা মারাদোনার সম্পর্কের কথা বলতে গিয়ে এক রাতের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। মার দেল প্লাটার একটি হোটেলে উঠেছিলেন মির্থা। সেই হোটেলেরই অন্য একটি রুম বুক করেছিলেন মারাদোনা নারা৷ রাতে মারাদোনা নারা উদ্দাম যৌনতায় মেতে ওটেন। পাশের ঘরে বিকট শব্দ তো হতোই। তার সঙ্গে আসবাবপত্র সরানোর শব্দও শুনতে পেয়েছিলেন মির্থা।  
এই ঘটনার পরে মির্থাকে একবার নারা জিজ্ঞাসা করেন, ‘‘তোমার প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করো না কেন?’’ 
মির্থা এমন প্রশ্ন শুনে বিস্মিত হয়ে যান। নারাকে পালটা দেন মির্থা, ‘‘তোমাকে? তুমি তো মারাদোনার সঙ্গে হোটেলে উঠেছ। গতরাতে তুমি আর মারাদোনা আমাকে ঘুমোতে দাওনি।’’ মির্থা আরও বলেন, ‘‘ওরা আসবাব সরাত। কেন যে আসবাব সরাত তা আমার জানা ছিল না।’ 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.