Header Ads

শিক্ষকতার চাকরি অনেক চেষ্টা করেও পাচ্ছেন না? ম্যাজিক শিখুন, চাকরি নিশ্চিত!

নজরবন্দি ব্যুরোঃ চেষ্টা করুন আপনিও পারবেন! ম্যাজিক? হ্যাঁ ম্যাজিকই বটে! সদ্য লাল থেকে সবুজ হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী পরেশ অধিকারী। ফরওয়ার্ড ব্লক থেকে দল বদল করে তিনি এখন তৃণমূল হয়েছেন! তার পরেই কার্যত ম্যাজিক।
শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জীর হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দেওয়া পরেশ বাবু যেমন নিজের উন্নতি ঘটালেন তেমন উন্নতি ঘটল তার মেয়ের!স্কুল সার্ভিস কমিশনের ওয়েটিং লিস্টেও নাম ছিলনা যার সেই পরেশ অধিকারীর মেয়ে বাবার তৃণমূল যোগদানের কয়েক ঘন্টার মধ্যে দখল করলেন স্কুল সার্ভিসের ওয়েটিং লিস্টের প্রথম স্থান! এটাকে ম্যাজিক ছাড়া কি বলবেন? চেষ্টা করুন হয়ত আপনিও পারবেন! এরাজ্যে সবই সম্ভব। অন্যদিকে এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য এই ঘটনার তদন্ত দাবি করে বলেছেন ‘‘এই ধরনের দুর্নীতি নিয়ে অবিলম্বে তদন্ত হোক। কার মদতে প্রাক্তন মন্ত্রীর মেয়ের নাম এক নম্বরে  চলে গেল।’’

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.