রেকর্ড গোলে জিতে নজির গড়ল ভারতীয় পুরুষ হকি দল।
নজরবন্দি ব্যুরোঃ এশিয়ান গেমসের আসরে রেকর্ড গড়ল ভারতীয় হকি দল। বুধবার হংকং-কে গুনে গুনে ২৬ গোল দিল ভারত।
৮৬ বছর আগের নিজেদেরই পুরনো রেকর্ড ভেঙে ফেলল ভারত। ১৯৩২ সালে লস এঞ্জেলেস অলিম্পিকে ভারত ২৪-১ ব্যবধানে আমেরিকাকে হারিয়েছিল। ভারতীয় হকির ইতিহাসে এটাই সবচেয়ে বড় জয়। বুধবার হংকংকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন ভারতীয়রা।
প্রথম পাঁচ মিনিটেই চার গোল করে ভারত। ম্যাচে হ্যাটট্রিক–সহ চার গোল হরমনপ্রীতের। এছাড়াও হ্যাটট্রিক করেন আকাশদীপ, ললিত উপাধ্যায়, রুপিন্দার।

No comments