শিক্ষক নিয়োগের ওয়েটিং লিস্টে রাতারাতি বদল! CBI তদন্ত হওয়া প্রয়োজন বলে জানালেন হবু শিক্ষকরা।
নজরবন্দি ব্যুরো: রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক এই সরকারের শুরু থেকেই। আর সেই বিতর্কের ফলে একাধিকিবার আটকে গিয়েছে এই রাজ্যের শিক্ষক নিয়োগ। গতকাল থেকে একটি বিষয় নিয়ে বেশ বিতর্ক চলছে সোশ্যাল মিডিয়ায়। রাতারাতি
স্কুল সার্ভিস কমিশনের রাষ্ট্রবিজ্ঞানে শিক্ষক নিয়োগের ওয়েটিং লিস্টে হঠাৎ করেই একটি নাম এসে বসেছে। তাও একেবারে প্রথমে। আর তাই নিয়েই আজ বিতর্কের সূত্রপাত। গতকালই নাকি ওই নামটি এসে তালিকায় জায়গা করে নিয়েছে। জানা গিয়েছে ওই নতুন নামের প্রার্থী রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর মেয়ে।
প্রসঙ্গত, কিছু দিন আগে এই ফরওয়ার্ড ব্লক নেতা পরেশ চন্দ্র অধিকারী তৃণমূলে যোগ দিয়েছেন। আর পুরষ্কার স্বরূপ তিনি তৃণমূলের গুরুত্বপূর্ণ পদ পাবার পাশাপাশি নিজের মেয়ের চাকরির বিষয়য়টি সুনিশ্চিত করেছেন বলে অভিযোগ চাকরি প্রার্থীদের। তাদের আরও অভিযোগ এই ভাবে রাজ্য সরকার একাধিক যোগ্য প্রার্থীদের সরিয়ে দিয়ে অযোগ্য দের সুযোগ করে দিচ্ছেন। তাদের দাবি এই বিষয়টি নিয়ে সিবিআই তদন্ত হওয়া দরকার আছে। আর যদি এই বিষয়ে সরকার ব্যবস্থা না নেয়, তারা আইনি পথ বেছে নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
প্রসঙ্গত, কিছু দিন আগে এই ফরওয়ার্ড ব্লক নেতা পরেশ চন্দ্র অধিকারী তৃণমূলে যোগ দিয়েছেন। আর পুরষ্কার স্বরূপ তিনি তৃণমূলের গুরুত্বপূর্ণ পদ পাবার পাশাপাশি নিজের মেয়ের চাকরির বিষয়য়টি সুনিশ্চিত করেছেন বলে অভিযোগ চাকরি প্রার্থীদের। তাদের আরও অভিযোগ এই ভাবে রাজ্য সরকার একাধিক যোগ্য প্রার্থীদের সরিয়ে দিয়ে অযোগ্য দের সুযোগ করে দিচ্ছেন। তাদের দাবি এই বিষয়টি নিয়ে সিবিআই তদন্ত হওয়া দরকার আছে। আর যদি এই বিষয়ে সরকার ব্যবস্থা না নেয়, তারা আইনি পথ বেছে নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

No comments