Header Ads

প্রেমিকা ছাড়বো না! দলকে বিদায় জানাতে চান মেয়র।



নজরবন্দি ব্যুরো: স্ত্রীর সাথে চলছে বিচ্ছেদের মামলা। বৈশাখী চট্টোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কুৎসা। দলের মধ্যে বেশ চাপে আছেন মেয়র-মন্ত্রী শোভন।
কিছুদিন আগে মুখ্যমন্ত্রী তাকে সতর্ক করে ছিলেন, হয় দল বাছো, না হয় প্রেমিকা। এর ঠিক পরে শোভন দল-নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে মেয়র ও মন্ত্রিত্ব দুই পদ ছেড়ে দেবার ইচ্ছা প্রকাশ করেন।

সূত্রের খবর, বুধবার মুখ্যমন্ত্রীর সচিব গৌতম চট্টোপাধ্যায়ের কাছে দু-পাতার একটি চিঠি পাঠান শোভন চট্টোপাধ্যায়। যে চিঠিতে রাজনৈতিক জীবনকে বিদায় জানাতে চান বলে ইচ্ছা প্রকাশ করেন।
জানা গিয়েছে, এই চিঠি পাবার ৫ মিনিটের মধ্যে শোভনকে তলব করেন মমতা। নবান্ন থেকে নিজের গাড়িতে তাঁকে নিয়ে যান কালীঘাটের বাড়িতে। সেই খানে অনেক সময় ধরে আলোচনা হয় দু-জনের মধ্যে। তবে শেষ পাওয়া খবর, শোভনের ওই চিঠি গ্রহণ করেনি মমতা। তিনি নাকি দিদিকে অভিমানের সুরে বলেন, এক শিক্ষিকার সাথে তার সম্পর্ক নিয়ে এত জল-ঘোলা হচ্ছে। মরে গেলেও আমি এই সম্পর্ক থেকে সরছি না। কোনও উপকারী বন্ধুর সাথে বেইমানি করতে পারবো না আমি।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.