Header Ads

বিয়ে করতে চাইলেন অভিনেতা বরুন ধাবন। কাকে জানেন?

নজরবন্দি ব্যুরোঃ সিনে জগতের তারকারা বিয়ে নিয়ে সহসা মুখ খুলতে চান না। কিন্তু উলটো কাজ করলেন বলিউড তারকা বরুন ধাবন। নিজে থেকে বিয়ে করতে চাইলেন বরুন।
ছোটবেলা থেকেই পারিবারিক সূত্রে বরুনের সাথে বন্ধুত্ব নাতাসা দালালের। ধীরে ধীরে সেই বন্ধুত্ব পরিণত নয় প্রেমে। তাঁর প্রেমের ব্যাপারে বরুনকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তাঁর প্রথম প্রেম অভিনয় ও দ্বিতীয় প্রেম নাতাশা। এখানেই শেষ নয়, অভিনেতা খোলামেলা মেজাজে বলে বসেন, নাতাসাকে বিয়ে করার বিষয়ে এক পায়ে খাড়া তিনি।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.