Header Ads

প্রথম পর্ন দেখার অভিজ্ঞতা কেমন ছিল এক সময়ের পর্ন স্টার সানি লিওনের? জানালেন তিনি নিজে।


নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি একটি সাক্ষাত্কারে নিজের প্রথম পর্ন দেখার অভিজ্ঞতা শেয়ার করলেন সানিওয়েব সিরিজ থেকে পর্ন ইন্ডাস্ট্রিতে প্রবেশ, সব বিষয়ে এই ওয়েব সিরিজে খোলামেলা আলোচনায় দেখা গেছে সানি, কথা প্রসঙ্গে উঠে এসেছিল তার প্রথম পর্ন দেখার অভিজ্ঞতা কথা,
সে বিষয়ে পর্নস্টার টার্ন অভিনেত্রী জানিয়েছেন প্রথম বার যখন দেখেছিলেন তখন বিষয়টি অত্যন্ত কূরুচিকর, কুত্সিত মনে হয়েছিল তার, এবং শেষ মেষ তিনি বিতৃষ্ণ হয়ে উঠেছিলেন"বিগ বস " প্রতিযোগি হিসেবে অংশগ্রহণ করার পর থেকেই জীবনে এক বড়সড় এক পরিবর্তনের মুখোমুখি হন সানি,জিসম ছবির মধ্যে দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি, এরপর এক পহেলী লীলা, মাস্তিজাদে, ওয়ান নাইট স্ট্যান্ড এর মতো ছবিতে অভিনয় করতে দেখা গেছিলো তাকে 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.