বিক্রি হতে চলেছে রাজ কাপুরের তৈরি আর কে স্টুডিও!
নজরবন্দি ব্যুরোঃ রাজ কাপুরের স্বপ্নের আর কে স্টুডিও বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কাপুর পরিবার। গত সেপ্টেম্বরেই বিধ্বংসী আগুনে ব্যপক ক্ষতি হয়েছে আর কে স্টুডিওর। সেই আগুনে স্টুডিও-র একতলাটা একেবারেই পুড়ে গিয়েছে।
সেটা আর মেরামত করা হয়নি।সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাতকারে ঋষি কাপুর জানিয়েছে, এতটাই লোকসানে চলছে আর কে স্টুডিও যে সেটা মেরামত করার টাকাও জুটছে না।আর নতুন করে সাজানোর মত মূলধন তাঁদের পরিবারের কারোর কাছেই এখন নেই। সেকারণেই সেটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

No comments