ইমরানকে উপদেশ প্রাক্তন স্ত্রী রেহাম খানের। কি উপদেশ দিলেন জানেন?
নজরবন্দি ব্যুরোঃ গত মাসে পাকিস্তানে হয় সাধারণ নির্বাচন। সেই ভোটে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ। প্রাথমিক অবস্থায় সংখ্যা গরিষ্ঠতা না থাকলেও পরে তা পূরণ হয়ে যায়।
সম্প্রতী পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথও নিয়েছেন বিশ্বকাপ জয়ী ক্রিকেট তারকা ইমরান খান। এবার নতুন প্রধানমন্ত্রীকে কিছু উপদেশ দিলেন তাঁর প্রাক্তন স্ত্রী রেহাম খান। তিনি বলেন দেশ বা সমাজ বদল করার আগে নিজেকে সত্ হতে হয়।
প্রাক্তন স্বামীকে সেই 'সত্' হওয়ার পরামর্শ দিয়েই 'আক্রমণ' করেছেন রেহাম। রবিবার গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত হয়েছে রেহাম খানের সাক্ষাতকার। সেখানেই ইমারান সম্পর্কে তাঁর অবস্থান স্পষ্ট করে দিয়েছেন । তিনি বলেছেন, "আগে নিজেকে বদলান, তারপর দেশকে বদলাবেন। যা উপদেশ দিতে চান, তা আগে নিজে করে দেখান। আগে নিজে সত্ হোন।" প্রসঙ্গত ের আগেও ইমরান সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেছিলেন রেহাম।
সম্প্রতী পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথও নিয়েছেন বিশ্বকাপ জয়ী ক্রিকেট তারকা ইমরান খান। এবার নতুন প্রধানমন্ত্রীকে কিছু উপদেশ দিলেন তাঁর প্রাক্তন স্ত্রী রেহাম খান। তিনি বলেন দেশ বা সমাজ বদল করার আগে নিজেকে সত্ হতে হয়।
প্রাক্তন স্বামীকে সেই 'সত্' হওয়ার পরামর্শ দিয়েই 'আক্রমণ' করেছেন রেহাম। রবিবার গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত হয়েছে রেহাম খানের সাক্ষাতকার। সেখানেই ইমারান সম্পর্কে তাঁর অবস্থান স্পষ্ট করে দিয়েছেন । তিনি বলেছেন, "আগে নিজেকে বদলান, তারপর দেশকে বদলাবেন। যা উপদেশ দিতে চান, তা আগে নিজে করে দেখান। আগে নিজে সত্ হোন।" প্রসঙ্গত ের আগেও ইমরান সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেছিলেন রেহাম।

No comments