পুজর সময় হবে না লোডশেডিং। বিদ্যুৎ কর্তাদের কড়া নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর।
নজরবন্দি
ব্যুরোঃ দুর্গা পুজর সময় যেন রাজ্যের কোথাও লোডশেডিং না হয়। বিদ্যুৎ কর্তাদের কড়া নির্দেশ দিলেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
শনিবার এই নিয়ে জরুরি বৈঠক করেন তিনি। তাঁর বক্তব্য, সাধারন মানুষ থেকে পুজোউদ্যোক্তারা সমস্যায় না পড়ে সেই বিষয়ে ততপর হতে হবে বিদ্যুৎ দফতরকে। সেই কারনে পুজোর আগে বিদ্যুত্দফতরে প্রস্তুতি বৈঠক সেরে ফেলেন বিদ্যুত্ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এই বৈঠকে উপস্থিত ছিলেন সুনীল গুপ্তা অতিরিক্ত মুখ্য সচিব, WBSEDCL চেয়ারম্যান রাজেশ পান্ডে, PDCl এর মুখ্য প্রবন্ধক শান্তনু বসু প্রমুখ ।

No comments