নিজের রেকর্ড ভেঙে রুপো জিতলেন হিমা ।
নজরবন্দি ব্যুরোঃ এশিয়ান গেমসে মহিলা
দের ৪০০ মিটারের ফাইনালে রুপো জিতলেন ভারতের মেয়ে হিমা দাশ উল্লেখ্য ফিনল্যান্ডে
অনুর্র্ধ ২০ বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন হিমা ৫১.০০ সেকেন্ডে।
সেই রেকর্ড
ভেঙেই তিনি রুপো জিতলেন ৫০.৬৯ সেকেন্ডে ।ফাইনালে তিনি হেরে গেলেন বাহরাইনের সোনার
সালওয়া নাসেরের কাছে (৫০.০৯) সেকেন্ড ।

No comments