Header Ads

কবিগুরুর “ঘরে বাইরে” কে এবার ক্যামেরা বন্দি করছেন অপর্ণা সেন।


নজরবন্দি ব্যুরোঃ সত্যজিৎ রায়ের পর এবার রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে নিয়ে আসছেন অপর্ণা সেন কবি গুরুর এই উপন্যাসে স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত যেমন আছে জাতিপ্রেম, তেমনই আছে সমাজ প্রথা দ্বারা নিয়ন্ত্রিত নারী পুরুষের প্রেম
রয়েছে পারস্পরিক আকর্ষণ বিকর্ষণের গল্প সত্যজিৎ রায়ের ঘরে বাইরে তে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়,স্বাতীলেখা সেনগুপ্ত এবং সৌমিত্র চট্টোপাধ্যায় আর অপর্ণা সেনের ছবিতে অভিনয় করছেন  অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেঙ্গুপ্ত ও তুহিনা দাস


কবিগুরুর গল্পে জাতীয় আন্দোলনে দেশ যখন উত্তাল তখন তিনটি মানুষের মধ্যে চলছে সম্পর্কের টানাপোড়েন এই বিষয়টিকেই আজকের প্রেক্ষাপটে ফেলে ঘরে বাইরে বানাচ্ছেন অপর্ণা সেন সংগীত পরিচালনায় নীল দত্ত সিনেমাটোগ্রাফি করেছেন শীর্ষ রায় ছবির জন্য জোরকদমে সোহাগ সেনের কাছে চলছে ওয়ার্ক শপ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ঘরে বাইরে' শুটিং শুরু হওয়ার কথা সেপ্টেম্বর মাস থেকে

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.