আজ গুগল ডন ময়।
নজরবন্দি ব্যুরোঃ ডন ব্র্যাডম্যানের আজ ১১০ তম জন্মবার্ষিকী। কিংবদন্তি এই প্রাক্তন ক্রিকেটারের জন্মদিনে তাঁকে স্মরণ করল গুগলও। গুগল ডুডলে আজ শুধুই রয়েছেন ব্র্যাডম্যান।
ব্র্যাডম্যানের
টেস্ট
অ্যাভারেজ
৯৯.৯৪।
যা
তাঁকে
ক্রিকেট
ইতিহাসের
সর্বশ্রেষ্ট
বানিয়েছে।
নিজের
সময়ে
একের
পর
এক
রেকর্ড
গড়েছেন।
তিনিই
প্রথম
দুটি
তিন
শতাধিক
রান
করেন।
২৯৯
রানেও
একবার
অপরাজিত
ছিলেন।
সর্বোচ্চ
ব্যাটিং
গড়,
একটি
সিরিজ়ে
সর্বোচ্চ
ব্যাটিং
গড়,
ইনিংসের
বিচারে
সবথেকে
বেশি
সেঞ্চুরি
ও
ডবল
সেঞ্চুরি
সহ
একাধিক
রেকর্ড
আছে
ব্র্যাডম্যানের
দখলে।
মোট
৫২টি
টেস্ট
খেলে
৬৯৯৬
রান
করেন
স্যার
ডন।
এরমধ্যে
রয়েছে
২৯টি
সেঞ্চুরি।
সর্বোচ্চ
স্কোর
৩৩৪।

No comments