রাখিবন্ধন! এক বিশেষ দিন, এক নিবিড় বন্ধন!
নজরবন্দি ব্যুরোঃ রাখিবন্ধন উৎসব ভারতীয় সংস্কৃতির এবং সম্পর্কবোধের এক উল্লেখযোগ্য পরিচায়ক। ভাই এবং বোনের সম্পর্কের বন্ধনকে আরও নিবিড় করে রাখি।
বহু পুরনো এই উৎসব ঘরে ঘরে পালিত হয়ে আসছে। বিশেষ এই দিনটাতে ভাইয়ের হাতে রাখি পড়িয়ে দিয়ে তার মঙ্গল কামনা করে বোন। রঙিন সুতোর সেই বন্ধন যেন সম্পর্ককে চিরন্তন করে তোলে।
বহু পুরনো এই উৎসব ঘরে ঘরে পালিত হয়ে আসছে। বিশেষ এই দিনটাতে ভাইয়ের হাতে রাখি পড়িয়ে দিয়ে তার মঙ্গল কামনা করে বোন। রঙিন সুতোর সেই বন্ধন যেন সম্পর্ককে চিরন্তন করে তোলে।

No comments